< গীতসংহিতা 120 >
1 ১ আরোহনের গীত। আমার চরম দূর্দশায় আমি সদাপ্রভুুকে ডাকলাম এবং তিনি আমাকে উত্তর দিলেন।
Hodočasnička pjesma Kad bijah u nevolji, Jahvi zavapih i on me usliša.
2 ২ আমার প্রাণকে সদাপ্রভুু, মিথ্যাবাদীদের মুখ থেকে এবং প্রতারকদের জিভ থেকে উদ্ধার কর।
Jahve, izbavi dušu moju od usana prijevarnih, od zlobna jezika!
3 ৩ প্রতারণা পূর্ণ জিভ তিনি তোমাকে কি দেবেন এবং এর থেক বেশী আর কি দেবেন?
Kojim zlom da te prokunem, zlobni jeziče?
4 ৪ তিনি তোমাকে শিকার করবেন সৈনিকের ধারালো বান দিয়ে, তীরের মাথা গরম কয়লার ওপর গরম করে।
Strelicama oštrim iz ratničke ruke i ugljevljem žarkim.
5 ৫ দূর্ভাগ্য আমার কারণ আমি অস্থায়ীভাবে মেশকে থাকছি; আমি আগে কেদরের তাঁবুতে বাস করতাম।
Jao meni što mi je boraviti u Mešeku i stanovati u šatorima kedarskim!
6 ৬ অনেক দিন ধরে আমি এমন লোকেদের সঙ্গে থাকতাম, যারা শান্তি ঘৃণা করে।
Predugo mi duša mora živjeti s mrziteljima mira.
7 ৭ আমি শান্তির জন্য যখন কথা বলি, কিন্তু তারা যুদ্ধ চায়।
Kada o miru govorim, oni sile na rat.