< গীতসংহিতা 114 >
1 ১ যখন ইস্রায়েল মিশর থেকে চলে এল, যাকোবের বংশ বিদেশী লোক থেকে,
이스라엘이 애굽에서 나오며 야곱의 집이 방언 다른 민족에게서 나올 때에
2 ২ যিহূদা হল তার ধর্মস্থান, ইস্রায়েল হল তাঁর রাজ্য।
유다는 여호와의 성소가 되고 이스라엘은 그의 영토가 되었도다
3 ৩ সমুদ্র দেখল এবং পালিয়ে গেল, যর্দ্দন ফিরে এল।
바다는 이를 보고 도망하며 요단은 물러갔으며
4 ৪ পর্বতরা মেষের মতো লাফ দিলো, পাহাড়রা লাফ দিল মেষশাবকের মতো।
산들은 수양 같이 뛰놀며 작은 산들은 어린 양 같이 뛰었도다
5 ৫ কেন তুমি পালিয়ে গেলে সমুদ্র? যর্দ্দন, কেন তুমি ফিরে এলে?
바다야, 네가 도망함은 어찜이며 요단아 네가 물러감은 어찜인고
6 ৬ পর্বতরা, কেন তোমরা মেষের মতো লাফ দিলে? ছোটো পর্বতেরা, কেন তোমরা মেষশাবকের মতো লাফ দিলে?
너희 산들아, 수양 같이 뛰놀며 작은 산들아 어린 양 같이 뛰놂은 어찜인고
7 ৭ পৃথিবী, প্রভুর সামনে, যাকোবের ঈশ্বরের সামনে কেঁপে ওঠ।
땅이여, 너는 주 앞 곧 야곱의 하나님 앞에서 떨지어다
8 ৮ তিনি শিলাকে পুকুরে পরিণত করলেন, শক্ত শিলাকে জলের উৎসে পরিণত করলেন।
저가 반석을 변하여 못이 되게 하시며 차돌로 샘물이 되게 하셨도다