< গীতসংহিতা 113 >
1 ১ সদাপ্রভুুর প্রশংসা কর। প্রশংসা কর, তোমরা সদাপ্রভুুর দাসেরা; সদাপ্রভুুর নামের প্রশংসা কর।
Halleluja. Lofver, I Herrans tjenare, lofver Herrans Namn.
2 ২ ধন্য সদাপ্রভুুর নাম, উভয়ই এখন এবং অনন্তকাল।
Lofvadt vare Herrans Namn, ifrå nu och i evighet.
3 ৩ সূর্য্য ওঠা থেকে অস্ত পর্যন্ত, সদাপ্রভুুর নামের প্রশংসা হওয়া উচিত।
Ifrå solenes uppgång, allt intill nedergången, vare Herrans Namn lofvadt.
4 ৪ সদাপ্রভুু সবজাতির উপরে উন্নত এবং তাঁর গৌরব আকাশমণ্ডলের ওপরে উন্নত।
Herren är hög öfver alla Hedningar; hans ära går så vidt som himmelen är.
5 ৫ কে আমাদের ঈশ্বর সদাপ্রভুুর মতো? কার স্থান এতো উঁচুতে আছে,
Hvilken är såsom Herren vår Gud, den sig så högt satt hafver?
6 ৬ কে নিচে আকাশের দিকে এবং পৃথিবীর দিকে তাকায়?
Och ser uppå det nedriga, i himmelen och på jordene;
7 ৭ তিনি ধূলো থেকে গরিবকে তোলেন এবং ছাইয়ের ঢিবি থেকে গরিবকে ওঠান,
Den som den ringa upprättar utu stoftet, och upplyfter den fattiga utu träcken;
8 ৮ যাতে সে নেতাদের সঙ্গে, তার লোকদের নেতাদের সঙ্গে বসতে পারে।
Att han skall sätta honom bredovid Förstar, vid hans folks Förstar;
9 ৯ তিনি সন্তানহীনাকে গৃহিণী করেন, কারণ তাকে শিশুদের আনন্দময়ী মা করেন। সদাপ্রভুুর প্রশংসা কর।
Den der låter den ofruktsamma bo i huset, att hon en glad barnamoder varder! Halleluja.