< গীতসংহিতা 113 >
1 ১ সদাপ্রভুুর প্রশংসা কর। প্রশংসা কর, তোমরা সদাপ্রভুুর দাসেরা; সদাপ্রভুুর নামের প্রশংসা কর।
Alleluia. Laudate pueri Dominum: laudate nomen Domini.
2 ২ ধন্য সদাপ্রভুুর নাম, উভয়ই এখন এবং অনন্তকাল।
Sit nomen Domini benedictum, ex hoc nunc, et usque in sæculum.
3 ৩ সূর্য্য ওঠা থেকে অস্ত পর্যন্ত, সদাপ্রভুুর নামের প্রশংসা হওয়া উচিত।
A solis ortu usque ad occasum, laudabile nomen Domini.
4 ৪ সদাপ্রভুু সবজাতির উপরে উন্নত এবং তাঁর গৌরব আকাশমণ্ডলের ওপরে উন্নত।
Excelsus super omnes gentes Dominus, et super cælos gloria eius.
5 ৫ কে আমাদের ঈশ্বর সদাপ্রভুুর মতো? কার স্থান এতো উঁচুতে আছে,
Quis sicut Dominus Deus noster, qui in altis habitat,
6 ৬ কে নিচে আকাশের দিকে এবং পৃথিবীর দিকে তাকায়?
et humilia respicit in cælo et in terra?
7 ৭ তিনি ধূলো থেকে গরিবকে তোলেন এবং ছাইয়ের ঢিবি থেকে গরিবকে ওঠান,
Suscitans a terra inopem, et de stercore erigens pauperem:
8 ৮ যাতে সে নেতাদের সঙ্গে, তার লোকদের নেতাদের সঙ্গে বসতে পারে।
Ut collocet eum cum principibus, cum principibus populi sui.
9 ৯ তিনি সন্তানহীনাকে গৃহিণী করেন, কারণ তাকে শিশুদের আনন্দময়ী মা করেন। সদাপ্রভুুর প্রশংসা কর।
Qui habitare facit sterilem in domo, matrem filiorum lætantem.