< যিরমিয়ের বিলাপ 5 >
1 ১ হে সদাপ্রভু, আমাদের প্রতি যা ঘটেছে, তা মনে কর, তাকাও, আমাদের অপমান দেখ।
Kom i hug, Herre, kor det er med oss! Skoda etter og sjå, kor me er svivyrde!
2 ২ আমাদের সম্পত্তি অপরিচিত লোকদের হাতে, আমাদের সব বাড়িগুলি বিদেশীদের হাতে গিয়েছে।
Vår arv er komen åt framande, våre hus åt utlendske menner.
3 ৩ আমরা অনাথ কারণ আমাদের কোনো বাবা নেই এবং আমাদের মায়েরা বিধবাদের মতো হয়েছেন।
Farlause er me vortne, hev ikkje far. Møderne våre er som enkjor.
4 ৪ আমাদের জল আমরা রূপা খরচ করে পান করেছি, নিজেদের কাঠ দাম দিয়ে কিনতে হয়।
Me lyt kjøpa det vatnet me drikk, vår ved lyt me betala.
5 ৫ লোকে আমাদেরকে তাড়না করে, আমরা ক্লান্ত এবং আমাদের জন্য বিশ্রাম নেই।
Våre forfylgjarar hev me på halsen; me er trøytte, fær ikkje kvild.
6 ৬ আমরা মিশরীয়দের ও অশূরীয়দের কাছে হাতজোড় করেছি, খাবারে সন্তুষ্ট হবার জন্য।
Til Egyptarland rette me hand, til Assyria, vilde mettast med brød.
7 ৭ আমাদের পূর্বপুরুষেরা পাপ করেছেন, এখন তারা নেই এবং আমরাই তাঁদের পাপ বহন করেছি।
Våre feder synda, dei er burte, me lyt bera deira misgjerningar.
8 ৮ আমাদের ওপরে দাসেরা শাসন করে এবং তাদের হাত থেকে আমাদেরকে উদ্ধার করে, এমন কেউ নেই।
Trælar er våre herrar, og ingen riv oss ut or deira hand.
9 ৯ জীবনের ঝুঁকিতে আমরা খাবার সংগ্রহ করি, মরুপ্রান্তে অবস্থিত তরোয়াল থাকা সত্বেও।
Me søkjer vårt brød med livsens fåre for sverdet i øydemark.
10 ১০ আমাদের চামড়া উনুনের মতো গরম, দূর্ভিক্ষের জ্বরে জ্বলছে।
Vår hud er glodheit som omnen, for svolten som gneg og brenn.
11 ১১ সিয়োনে স্ত্রীলোকেরা ধর্ষিত হল, যিহূদার শহরগুলিতে কুমারীরা ধর্ষিত হল।
Kvende hev i Sion dei skjemt, møyar i byarne i Juda.
12 ১২ তারা নেতাদেরকে নিজেদের হাতের মাধ্যমে ফাঁসি দিয়েছে এবং তারা প্রাচীনদের সম্মান করে নি।
Hovdingar hengde dei med si hand, gamle viste dei ikkje vyrdnad.
13 ১৩ যুবকদেরকে যাঁতায় পরিশ্রম করতে হল, শিশুরা কাঠের গুড়ির ভারে টলমল করছে।
Ungmenne laut bera kverni, og gutar seig ned med vedbyrdi på.
14 ১৪ প্রাচীনেরা শহরের দরজা থেকে সরে গিয়েছেন এবং যুবকেরা তাদের বাজনাকে থামিয়েছে।
Dei gamle sit ikkje lenger i porten, dei unge ikkje meir med sitt strengespel.
15 ১৫ আমাদের হৃদয়ের আনন্দ চলে গিয়েছে, আমাদের নাচ শোকে পরিবর্তিত হয়েছে।
Det er slutt med vår hjartans gleda, vår dans er umsnudd til sorg.
16 ১৬ আমাদের মাথা থেকে মুকুট পড়ে গেছে, ধিক আমাদেরকে! কারণ আমরা পাপ করেছি।
Kransen er fallen av vårt hovud; usæle me, at me hev synda!
17 ১৭ এই জন্য আমাদের হৃদয় দুর্বল হয়েছে এবং আমাদের চোখ অস্পষ্ট হয়েছে।
Difor er hjarta vårt sjukt, di so er augo våre dimme -
18 ১৮ কারণ সিয়োন পর্বত মানবহীন জায়গা হয়েছে, শিয়ালেরা তার ওপর ঘুরে বেড়ায়।
for Sions fjell som ligg audt, der renner no revar ikring.
19 ১৯ কিন্তু হে সদাপ্রভু, তুমি চিরকাল রাজত্ব কর এবং তোমার সিংহাসন বংশের পর বংশ স্থায়ী।
Du, Herre, sit æveleg konge, frå ætt til ætt stend din kongsstol.
20 ২০ কেন তুমি চিরকাল আমাদেরকে ভুলে যাবে? কেন এত দিন আমাদেরকে ত্যাগ করে থাকবে?
Kvi vil du oss æveleg gløyma, ganga frå oss dagarne lange?
21 ২১ হে সদাপ্রভু, তোমার প্রতি আমাদেরকে ফেরাও এবং আমরা অনুতাপ করব; পুরানো দিনের মতো নতুন দিন আমাদেরকে দাও।
Vend oss, Herre, til deg, so kjem me; nya upp att våre dagar frå gamalt!
22 ২২ তুমি আমাদেরকে একেবারে ত্যাগ করেছে এবং আমাদের প্রতি প্রচণ্ড রেগে গিয়েছিলে।
For du kann vel ikkje reint ha støytt oss burt, vera so ovleg harm på oss.