< ইয়োবের বিবরণ 8 >
1 ১ পরে শূহীয় বিলদদ উত্তর দিল এবং বলল,
Bildan iz Šuaha progovori tad i reče:
2 ২ “কতদিন তুমি এইসব কথা বলবে? কতদিন তোমার মুখের কথা ঝড়ো বাতাসের মত বয়ে চলবে?
“Dokad ćeš jošte govoriti tako, dokle će ti riječ kao vihor biti?
3 ৩ ঈশ্বর কি ন্যায়বিচার পরিবর্তন করবেন? সর্বশক্তিমান কি ধার্মিকতার পরিবর্তন করবেন?
TÓa zar može Bog pravo pogaziti, može li pravdu izvrnut' Svesilni?
4 ৪ তোমার সন্তানরা তাঁর বিরুদ্ধে পাপ করেছে; আমরা জানি তা, তিনি তাদেরকে তাদের পাপের হাতে সমর্পণ করেছেন।
Ako mu djeca tvoja sagriješiše, preda ih zato bezakonju njinu.
5 ৫ কিন্তু যদি তুমি স্বযত্নে ঈশ্বরকে ডাক এবং তোমার অনুরোধ সর্বশক্তিমানের সামনে রাখো।
Al' ako Boga potražiš iskreno i od Svesilnog milost ti izmoliš;
6 ৬ যদি তুমি শুদ্ধ এবং সরল হও; তাহলে তিনি অবশ্যই তোমার জন্য কাজ করবেন এবং তোমায় পুরস্কৃত করবেন একটি বাড়ি দিয়ে যা সত্যিই তোমারই হবে।
ako li budeš čist i neporočan, odsad će svagda on nad tobom bdjeti i obnovit će kuću pravedniku.
7 ৭ এমনকি যদিও তোমার শুরু ছোট ছিল, তবুও তোমার শেষ অবস্থা খুব ভালো হবে।
Bit će malena tvoja sreća prošla prema budućoj što te očekuje.
8 ৮ আমি প্রার্থনা করি, আগেকার লোকেদেরকে জিজ্ঞাসা কর; আমাদের পূর্বপুরুষ যা আবিষ্কার করেছেন তা শিখতে যত্ন কর।
No pitaj samo prošle naraštaje, na mudrost pređa njihovih pripazi.
9 ৯ আমরা গতকাল জন্মেছি এবং কিছুই জানি না কারণ আমাদের আয়ু পৃথিবীতে ছায়ার মত।
Od jučer mi smo i ništa ne znamo, poput sjene su na zemlji nam dani.
10 ১০ তারা কি তোমায় শেখাবে না এবং বলবে না? তারা কি তাদের হৃদয় থেকে কথা বলবে না?
Oni će te poučit' i reći ti, iz srca će svog izvući besjede:
11 ১১ জলাভূমি ছাড়া কি নলখাগড়া বাড়তে পারে? জল ছাড়া কি উলুখাগড়া বাড়তে পারে?
'Izvan močvare zar će rogoz nići? Zar će bez vode trstika narasti?
12 ১২ যখন সেগুলো সতেজ থাকে, তা কাটা হয় না, তারা অন্য যে কোন ঘাসের থেকে আগে শুকিয়ে যায়।
Zeleni se sva, al' i nekošena usahne prije svake druge trave.
13 ১৩ যারা ঈশ্বরকে ভুলে যায় তাদের রাস্তাও সেই রকম, অধার্ম্মিক লোকের আশা নষ্ট হবে,
To je kob svakog tko Boga zaboravi; tako propada nada bezbožnika:
14 ১৪ তাদের যাদের আস্থা ভেঙে যায় এবং তাদের যাদের বিশ্বাস দুর্বল যেমন একটা মাকড়সার জালের মত।
Nit je tanana njegovo uzdanje, a ufanje mu kuća paukova.
15 ১৫ সেই রকম লোক নিজের বাড়ির ওপর নির্ভর করবে, কিন্তু তা দাঁড়াবে না; সে শক্ত করে ধরবে, কিন্তু তা টিকবে না।
Nasloni li se, ona mu se ljulja, prihvati li se, ona mu se ruši.
16 ১৬ সূর্য্যের নিচে সে সতেজ এবং তার কান্ড পুরো বাগানে ছড়িয়ে পরে।
Zeleni se i sav na suncu buja, vrt su mu cio mladice prerasle.
17 ১৭ তার শিকড় পাথরের ঢিবি জড়িয়ে ধরে; পাথরের মধ্যে তারা ভালো জায়গা খোঁজে।
Svojim korijenjem krš je isprepleo te život crpe iz živa kamena.
18 ১৮ কিন্তু যদি এই লোকটি নিজের জায়গায় ধ্বংস হয়, তাহলে সেই জায়গা তাকে অস্বীকার করবে এবং বলবে, আমি কখনও তোমায় দেখিনি।
A kad ga s mjesta njegova istrgnu, ono ga niječe: 'Nikada te ne vidjeh!'
19 ১৯ দেখ, এই হয় সেই রকম ব্যক্তির আচরণের আনন্দ, অন্য উদ্ভিদ সেই একই মাটি থেকে অঙ্কুরিত হবে তার জায়গায়।
I evo gdje na putu sada trune dok drugo bilje već niče iz zemlje.
20 ২০ দেখ, ঈশ্বর নিরীহ মানুষকে তাড়িয়ে দেবেন না; না তিনি পাপীদের হাত গ্রহণ করবেন।
Ne, Bog neće odbacit' neporočne, niti će rukom poduprijet' opake.
21 ২১ তিনি এখনও তোমার মুখ হাঁসিতে পূর্ণ করবেন, তোমার ঠোঁট আনন্দে পূর্ণ করবেন।
Smijeh će ti opet ispuniti usta, s usana će odjeknuti klicanje.
22 ২২ যারা তোমায় ঘৃণা করবে তারা লজ্জায় পরবে; পাপীদের তাঁবু আর থাকবে না।”
Dušmane će ti odjenut' sramota i šatora će nestat' zlikovačkog.'”